এ বছরের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এ খুলনার মেয়ে তানজিলা খাতুন জাতীয় যুব পুরস্কার লাভ করেন। তিনি গতকাল জেলা প্রশাসক, খুলনা জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনা জনাব মো: মোস্তাক উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও সফল আত্মকর্মী তানজিলা খাতুনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস