Wellcome to National Portal
Main Comtent Skiped

“আর নয় বেকারত্ব,আর নয় হতাশা”প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মী ও সফল উদ্যোক্তা হতে চান? ভিজিট করুন http://youth.khulna.gov.bd অথবা যোগাযোগ করুন উপপরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,সোনাডাঙ্গা,খুলনা


Recent Activities

                                           # ন্যাশনাল সার্ভিস কর্মসূচী

 

          খুলনা জেলার তেরখাদা  উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে (৩য় পর্ব) মোট ১২০৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যার মধ্যে ৫৯৫ জনকে বিভিন্ন দপ্তরে কর্মে অস্থায়ী সংযুক্তি দেয়া হয়েছে। যাদের সংযুক্তির মেয়াদ সেপ্টেম্বর/২০১৭ মাসে ২বছর পূর্ণ হয়েছে। ইতো মধ্যে কয়রা উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে (৬ষ্ঠ পর্ব) অমর্ত্মভূক্তির জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং ১২২৪ জন সুবিধাভোগীকে প্রশিক্ষনণর জন্য চূড়ামত্মভাবে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে হতে ১০০০ জনের (০৩মাস মেয়াদী) প্রশিক্ষণ শেষ হয়েছে। বাকী ২২৪ জনের (০৩মাস মেয়াদী) প্রশিক্ষণ চলমান রয়েছে।

 

                                                             # ইমপ্যাক্ট প্রকল্প

 

          খুলনা জেলাধীন  ডুমুরিয়া  উপজেলায় এ প্রকল্পের আওতায় এ পর্যমত্ম ৪২৫ জনকে বায়োগ্যাস পস্নান্ট স্থাপন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২৩৩ জনকে বায়োগ্যাস পস্নান্ট স্থাপনের  জন্য ১১,৬৫,০০০/- টাকা সাবসিডি  দেয়া হয়েছে। মোট ঋণ তহবিল ২৯,১৭,২১৩/-টাকা এবং প্রকল্প মেয়াদে  ৪৭ জনকে ১৮,৮৫,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়েছে। 

 

                                                             # টেকাব প্রকল্প

 

          খুলনা জেলাধীন পাইকগাছা  উপজেলায় এ প্রকল্পের আওতায় বেকার যুবদের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পরবর্তীতে এ কার্যক্রম অন্যান্য সকল উপজেলায় সম্প্রসারিত হবে।